
সিভিল সার্জন জানান, ‘গত ১৪ মে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৭৬টি ও ১৫ মে পাঠানো ১৫৯টি নমুনার ফলাফল পেন্ডিং ছিলো। সেই দুই দিনের ৩৩৫টি নমুনার ফলাফল থেকে রবিবার রাতে ৯জনের নমুনায় পজেটিভ থাকার কথা জানানো হয়। তাদের ব্যাপারে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ব্যবস্থা নিচ্ছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ১৪ মে’র নমুনায় টাঙ্গাইল সদর উপজেলায় একজন সেবিকা, দেলদুয়ার উপজেলার একজন, কালিহাতী উপজেলার একজন ও ধনবাড়ী উপজেলার একজনসহ মোট চার জন রয়েছেন। আর ১৫ তারিখের নমুনার ফলাফলে দেলদুয়ার উপজেলায় নানা-নাতনীসহ তিনজন, মধুপুর উপজেলায় একজন ও সখীপুর উপজেলার একজনসহ মোট পাঁচ জন রয়েছেন।
0 Please Share a Your Opinion.: