Sunday, 24 May 2020

সেই করোনা যোদ্ধা খোরশেদের স্ত্রীর করোনা পজিটিভ


banglanews24 logo
desktop icon


স্ত্রীর সঙ্গে খোরশেদ

walton

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। করোনার প্রকোপের শুরু থেকেই নানা কার্যক্রম ও করোনায় মৃতদের দাফন-কাফনে এগিয়ে আসেন তিনি। এখন পর্যন্ত অর্ধশতাধিক দাফনও করেছেন। সেই খোরশেদের স্ত্রী এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন খোরশেদ। তিনি এসময় তার স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

খোরশেদ জানান, ২২ মে নমুনা সংগ্রহ করা হলে ২৩ মে ফলাফলে আমার স্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি বাড়িতেই ছিলেন এবং কোথাও যাননি, কীভাবে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত নই। তবে এখন পর্যন্ত নানান কাজ করেছি, করছি ২২ তারিখ আমিও নমুনা দিয়েছিলাম তবে আমার নেগেটিভ এসেছে।

করোনার সময়ে আলোচিত এ মুখের কার্যক্রমের প্রশংসা দেশ ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায়ও উঠে আসে। তিনি তার স্ত্রী আক্রান্ত হলেও তার সব কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। ঈদের দিনও তারা সব ধরনের কার্যক্রম পরিচালনা করবেন। 


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: