করোনা ভাইরাসের কারনে মানিকগজ্ঞ জেলায় লকডাউন চললেও লকডাউনকে উপেক্ষা করে ঈদের দিন ব্রীজে হাজার লোকের সমাগম ঘটে আর সেখানেই যুবকেরা মটর সাইকেলের অসুস্থ প্রতিযোগিতা করে, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্হানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় বেশ কিছু কারনে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, প্রথমত ব্রীজে কয়েকটি বিপদজনক বাঁক রয়েছে, সেখানে বেশীর ভাগ সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে। নতুন ব্রীজ হওয়ার কারনে অতিরিক্ত লোক সমাগমে ও হয়ে থাকে দুর্ঘটনা।
এব্যপারে স্হানীয় চেয়ারম্যান জনগনকে সচেতন করলেও যুবকেরা তা মানছে না। যার ফলেই দুর্ঘটনা হচ্ছে বলে জানান। তাই তিনি এই ধরনের ঘটনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
খবর বিভাগঃ
জাতীয়
0 Please Share a Your Opinion.: