Tuesday, 19 May 2020

ছেলের পর মায়ের করোনা শনাক্ত

আপডেট: ২০ মে ২০২০, ১২:০০

শেরপুরের শ্রীবরদীতে ছেলের পর এবার মায়ের (৪২) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত শনিবার তাঁর কলেজপড়ুয়া ছেলের করোনা শনাক্ত হয়। এ নিয়ে শেরপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭ জন। তাদের মধ্যে ৩১ জন সুস্থ হয়েছেন। আর একজন মারা গেছেন।

জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুল রউফ প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ওই নারীর করোনা 'পজিটিভ' আসে। তাঁকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁর ছেলেও সেখানে চিকিৎসাধীন। ওই নারীর বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সিভিল সার্জন বলেন, শেরপুরে করোনাভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এর মধ্যে শেরপুর সদরে ৩৩ জন, শ্রীবরদীতে ৭ জন, ঝিনাইগাতীতে ৭ জন, নকলায় ১০ জন ও নালিতাবাড়ী উপজেলায় ১০ জন আছেন। আক্রান্তদের মধ্যে আটজন চিকিৎসকসহ ২৬ জন স্বাস্থ্যকর্মী ও ১৮ জন পুলিশ সদস্য আছেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: