Thursday, 21 May 2020

কুয়েতে আজ ৫ জন মৃত‍্যু সহ নতুন করে করোনায় আক্রান্ত ১০৪১ জন।


আজ #কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষণা করেছে,আজ #২১_মে_২০২০ বৃহস্পতিবার কুয়েত গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে ৫ জনের মৃত্যুসহ কুয়েতে আরও ১০৪১ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ এর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৬০৯ জন।

➡️ আজ কুয়েতে কোভিড-১৯ চিকিৎসাধীন #নতুন ৩২০ জন সুস্থ”সহ কুয়েত মোট সুস্থতা সংখ্যা দাঁড়িয়েছে ৫,২০৫ জন ।

➡️ কুয়েত এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা :১২৯ জন 😭

➡️ বিভিন্ন দেশের নাগরিকদের আক্রান্তের সংখ্যা⬇️
👉 #কুয়েতি ২১১জন
👉#ইন্ডিয়ান ২৩৫ জন
👉#মিশরী ১৭৭ জন
👉#বাংলাদেশী ১৩৯ জন

➡️ কুয়েত বিভিন্ন শহরে আক্রান্ত সংখ্যা কতজন।
🔳 #ফারওয়ানিয়া ৩৮৩
🔳 #হাওয়াল্লি ১৭৩
🔳 #আহমাদি ২৭৫
🔳 #জাহরা ১০৩
🔳 #কুয়েত_সিটি ১০৭

প্লিজ🙏🙏বাসায় থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন,আল্লাহর উপর ভরসা রাখুন,সালাত আদায় শেষে মহামারী থেকে ফানাহ ছেয়ে নিন।


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: