🇰🇼কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়📢ঘােষণা করেছে,আজ মঙ্গলবার কুয়েত গত ২৪🕙 ঘণ্টায় করােনা ভাইরাসে জন আক্রান্ত নতুন ৬৯২ রোগী শনাক্ত করা হয়ছে। এ নিয়ে কুয়েতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,২৬৩ জন।
🇰🇼কুয়েতে_করোনাভাইরাস চিকিৎসাধীন নতুন সুস্থতা লাভ করেছেন ৬৪০ জন।
👉এখন পর্যন্ত সুস্থতা সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭,৯৪০ জন । চিকিৎসাধীন রোগীর সংখ্যা---
'👉আজ নতুন করে ৩জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা ১৭৫ জন।
🕑গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বিভিন্ন দেশের নাগরিক📥
🇰🇼কুয়েতি নাগরিক ১৭৮ জন।
🇧🇩বাংলাদেশ নাগরিক ৮৫ জন।
🇮🇳ইন্ডিয়ান নাগরিক ১৬৫ জন।
🇪🇬মিশরী নাগরিক ৯৪ জন।
🇦🇪কুয়েত বিভিন্ন শহরে আক্রান্ত সংখ্যা জন।📥
📍 ফারওয়ানিয়া ১৯৭ জন।
📍 হাওয়াল্লি ৮৬ জন।
📍আহমাদি ১৯১ জন।
📍 জাহরা ১৪৬ জন।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: