আজ ২৫ মে ২০২০ (#সোমবার), #কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে ৯ জনের মৃত্যুসহ আরও ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,৯৬৭ জনে।
➡ #কুয়েতি ১৪৮ জন নাগরিক।
➡ #ইন্ডিয়ান ১৯৫ জন নাগরিক।
➡ #মিশরীয় ৯৬ জন নাগরিক।
➡ #বাংলাদেশি ৭৩ জন নাগরিক।
➡ এবং অনন্য আরও দেশের নাগরিক মিলে মোট রোগী আক্রান্ত হয়েছে ২১,৯৬৭ জন।
★এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মোট : ১৬৫ জন 😔
👉 এখনো পর্যন্ত সুস্থতা লাভ করেছেন মোট ৬,৬২১ জন।
🔴বর্তমানে কুয়েতে ''জরুরী অবস্থা'' চলছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
🔴১০ মে থেকে ২০ দিনের জন্য সম্পূর্ণ কুয়েতকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: