কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষণা করেছে,আজ #১৮-মে-২০২০ সোমবার কুয়েত গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে ৬ জনের মৃত্যুসহ কুয়েতে আরও ৮৪১ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ এর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৬৯১ জন।
➡️ কুয়েতে কোভিড-১৯ চিকিৎসাধীন নতুন ২৪৬ জন সুস্থ”সহ কুয়েত মোট সুস্থতা সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩৩৯ জন ।
➡️ কুয়েত এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা : ১১৮ জন 😭
➡️ বিভিন্ন দেশের নাগরিকদের আক্রান্তের সংখ্যা⬇️
👉 #কুয়েতি-১৬২
👉#ইন্ডিয়ান-২৩২
👉#মিশরী-১৯৪
👉#বাংলাদেশী-৬৩
➡️ কুয়েত বিভিন্ন শহরে আক্রান্ত সংখ্যা কতজন।
🔳ফারওয়ানিয়া ২৮৪
🔳হাওয়াল্লি ২১২
🔳 আহমাদি ১৬৬
🔳কুয়েত সিটি ৮২
🔳জাহরা ৯৭
🔴বর্তমানে কুয়েতে ''জরুরী অবস্থা'' চলছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
🔴কুয়েতের সর্বত্রে লকডাউন ''৩০-মে পর্যন্ত''।
🔴বর্তমানে কুয়েতে ''জরুরী অবস্থা'' চলছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
🔴কুয়েতের সর্বত্রে লকডাউন ''১০ মে বিকেল ৪টা থেকে ৩০ মে পর্যন্ত''।
প্লিজ🙏🙏বাসায় থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: