
এ সময় তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ১টি ১২বোর কার্তুজ, একটি বন্দুকের লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬টি রামদা, ১টি ধামা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
সোনাইমুড়ী অফিসার ইনচার্জ আব্দুস সামাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব অস্ত্র গুলো উদ্ধার করি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তথ্যসুত্রঃ বাংলাদেশ প্রতিদি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
সারাদেশ
0 Please Share a Your Opinion.: