Tuesday, 26 May 2020

যমুনার নৌকা ডুবের ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার।

যমুনায় নৌকাডুবিতে তিন জনের মরদেহ উদ্ধার।

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ২০ যাত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এনায়েতপুর থেকে প্রায় ৭৭ যাত্রী নিয়ে নৌকাটি উপজেলা সদর চৌহালীর দিকে যাচ্ছিল। যাত্রীবোঝাই নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই বৃদ্ধ ও এক শিশুর মরদেহ উদ্ধার করে। জীবিত অবস্থায় আরও ৫৪ যাত্রীকে উদ্ধার করা হয়।

যাত্রীদের অধিকাংশই ধানকাটা শ্রমিক বলে জানা গেছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, নৌকাডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: