জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎধীন অবস্থায় ২৩ মে ওই গর্ভবতী নারীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ২৪ মে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইদিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তানের জন্ম হয়। পরদিনই সন্দেহবশত চিকিৎসকরা ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করেন। গতকাল বৃহস্পতিবার তার ফলাফল পজিটিভ এসেছে।
৩২ বছর বয়সী ওই নারীর বসবাস চট্টগ্রাম নগরের খুলশি এলাকায়। তবে তিনি জন্মগ্রহণ করেন কক্সবাজারের চকরিয়ায়। মা এবং শিশু বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন- তাদের অবস্থা এখন স্থিতিশীল, তবে সঙ্গত কারণেই অন্যান্য সাধারণ করোনারোগীর চেয়ে তারা অনেক বেশি ঝুঁকিপূর্ণ
0 Please Share a Your Opinion.: