Monday, 18 May 2020

সৌদি আরবে করোনায় প্রথম স্বাস্থ্যকর্মী নিহত !

সৌদি আরবে করোনায় প্রথম স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তাঁর নাম খালেদ আল-হসাইনি। তিনি মক্কায় আমির খালেদ আল-ফায়সাল হাসপাতালে একজন পুরুষ নার্স হিসাবে কর্মরত ছিলেন।

সৌদি আরবে করোনায় প্রথম স্বাস্থ্যকর্মী নিহত !

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সৌদি বাদশা কিং সালমান, প্রিন্স খালিদ আল ফয়সাল ও তাঁর ডেপুটি প্রিন্স বদর বিন সুলতান। তাঁরা মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: