🇸🇬সিংগাপুর আজকে ২৯ মে বৃহস্পতিবার(দুপুর ১২ টা পর্যন্ত)🕐 স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ♦৬১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ♦৩৩৮৬০ জন।
বৃহস্পতিবার করোনাভাইরাসে শনাক্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স ছিলেন না। তবে আজকে আক্রান্তদের মধ্যে ৩ সিঙ্গাপুরীয়ান,পার্মানেন্ট রেসিডেন্স (PR)। বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
📌করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৮ মে ১০১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ১৮২৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
📌করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে মোট- 🔴২৩ জনের মৃত্যু হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 Please Share a Your Opinion.: