#টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে দুই বছরের এক শিশু মারা গেছে। রোববার বেলা দুইটায় সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই শিশুর নাম জিহাদ। শিশুর বাবার নাম মোবারক হোসেন।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান মিল্টন জানান, ওই শিশু বাড়ির উঠানেই খেলা করছিল। বাড়ির পাশেই ১০গজ দূরে একটি গর্ত।
গর্তে বৃষ্টির পানি জমে আছে। বেলা দুইটার দিকে ওই শিশু সবার অজান্তেই হাঁটতে হাঁটতে ওই গর্তে পড়ে যায়। আনুমানিক ৩০ মিনিট পর ওই শিশুকে খুঁজতে গিয়ে শিশুর মা গর্তে শিশুটিকে ভাসতে দেখে। পরে স্বজনেরা শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করে।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ওই শিশুর মৃত্যুর বিষয়ে থানায় কেউ অবগত করেননি।
সচেতন হোন শিশুকে আপনার চোখে চোখে রাখুন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: