Tuesday, 26 May 2020

ঢাকায় সবচেয়ে বড় কালবৈশাখী ঝড়।


ঢাকায় রেকর্ড ৭৭ কিলোমিটার বেগে কালবৈশাখি ঝড় হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে এর আগে এতো ঝড় দেখা যায়নি। এছাড়া মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার মধ্যরাত থেকেই ঝড়ের সঙ্গে মুষলধারে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এতে বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছপালা। দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে, সমুদ্রবন্দরগুলোতে আজও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা-চট্টগ্রামের কিছু জায়গায় অস্থায়ী দমকা এবং ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে, যা আগামী ৫ দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: