Thursday, 21 May 2020

ঈদে স্বস্তি প্রাবাসী আয়ে! মাসের ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠালো ৯,২৭৩ কোটি টাকা!


ঈদে স্বস্তি প্রাবাসী আয়ে! 
মাসের  ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠালো ৯,২৭৩ কোটি টাকা! সোনার মানুষ প্রবাসীরা দুর দেশে পড়ে থাকে কিন্তু মন পড়ে আছে দেশে, আত্মীয় স্বজনদের সুখেই প্রবাসীদের সুখ, ঈদের আগে প্রবাসীদের পাঠানো আয়ে (রেমিট্যান্স) স্বস্তি এসেছে অর্থনীতিতে। 

গত বছর প্রবাসীরা যে পরিমাণ আয় পাঠিয়েছিলেন, চলতি বছরেও সংকটের মধ্যে তার খুব বেশি কমেনি। গত ১ থেকে ১৯ মে প্রবাসী আয় এসেছে ১০৯ কোটি ১০ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৯ হাজার ২৭৩ কোটি টাকা। গত বছর একই সময় এসেছিল ১০৯ কোটি ৪০ লাখ ডলার, বাংলাদেশি টাকায় যা ৯ হাজার ২৯৯ কোটি টাকা। 
চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮০ শতাংশ। প্রবাসী আয়ের এই ধারা এখন পর্যন্ত ভালো। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরের মত প্রবাসিরা এ কঠিন সময়েও বিরাট ভূমিকা রাখছেন।শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: