Thursday, 21 May 2020

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আজকে মৃত্যু ১ জন।

আজকে  তারিখ ২১ মে ২০২০(বৃহস্পতিবার ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া গত ২৪ ঘণ্টায় সর্বশেষ তথ্যমতে,সিঙ্গাপুরে আজকে নতুন ৪৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা-২৯,৮১২ জন। 

➡️ কোভিড-১৯ চিকিৎসাধীন #নতুন  ৯১০ জন সুস্থ”সহ সিঙ্গাপুরে মোট সুস্থতা সংখ্যা দাঁড়িয়েছে-১২,১১৭ জন ।
➡️সিঙ্গাপুরে _করোনাভাইরাসে  ০১ জনের মৃত্যুসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জন। 😭 


➡️ আজকে মৃত্যু ব্যক্তির  বয়স ৭৩ বছর তিনি   সিঙ্গাপুরিয়ান।
➡️সিংগাপুরে বেশির ভাগ 
৬৫-৯৫ বছরের ভিতরের লোকগুলাই মারা গেছে। 
➡️কোভিড-১৯ চিকিৎসাধীন ১ তারিখে রিলিজ দিবো ২০০০০ জন।


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: