সিভিল এভিয়েশন এ ব্যাপারে তদন্ত করবে বলে জানা গেছে।
👉🗣পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন যে 👉 এটা খুবই দুঃখজনক যে ঢাকা থেকে সকল রকমের টেস্ট করিয়েই তাঁরা জাপানগামী বিমানে উঠেছিলেন, কিন্তু জাপান যাওয়ার পর কিভাবে চার জন কোভিড-১৯ পজিটিভ হন সেটা আমরা জানি না👇
🗣যারা এরকম ভুয়া সার্টিফিকেট দিল তাদের শাস্তি দিতে হবে। আর এয়ারপোর্টেরও আরো সতর্ক হতে হবে। বৈশ্বিক ভাবে আমরা এরকম বদনাম কুড়াতে চাই না।👇
👉এই ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের দায় দেখছেন সিভিল এভিয়েশন সচিব মুহিবুল হক।
সাংবাদিকদের তিনি বলেন। দায়টা পুরোপুরি তাদেরই।
👉কিছুদিন আগেও বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে গিয়ে দক্ষিন কোরিয়ায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন মোট ১২ জন বাংলাদেশী। সে ঘটনা শেষ হতে না হতেই আজ আবার এই ঘটনা।
👉🗣এতে করে আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বাংলাদেশের বিমান ব্যাবস্থা। আন্তর্জাতিক ফ্লাইট চালু হবার পরেও দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে আসা বিমান অনেক দেশেই হতে পারে কালো তালিকাভুক্ত।
0 Please Share a Your Opinion.: