Friday, 12 June 2020

মোহাম্মদ নাসিমকে নিয়ে কান্না জড়িত কন্ঠে যা বললেন চিকিৎক।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তারা আরও জানিয়েছেন, নাসিমকে বিদেশ নেয়ার বিষয়ে চি’কিৎসকদের পক্ষ থেকে কোন মতামত দেয়া হয়নি।বিষয়টি তাদের পরিবারের।

বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নাসিমের চি’কিৎসায়

গঠিত বোর্ডের চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, উনার শারীরিক অবস্থা তো এমনিতেই সংকটাপন্ন ছিল।

আজ আরও অবনতি হয়েছে। তবে আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি।

গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।

পরে গত শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের

নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয়।

পরে দুইদফা আবারও করোনাভাইরাসের পরীক্ষার জন্য তার নমুনা নেয়া হয়। সেখানে নেগেটিভ আসে। এর আগে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠন করা হয়েছিল ১৩ সদস্যের মেডিকেল বোর্ড। পরে সাত সদস্যের নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: