বড় চ্যালেঞ্জ সাধারণের স্বস্তি আর গরিবের মুখে খাবার জোগানো। প্রণোদনা দিতে হবে ব্যবসায়ীদের। অথচ বাড়াতে হবে আয়। সরকার বলছে, এ বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের। যার আকার হতে পারে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার।
এমনই এক সময়ে আসছে বাজেট ১১ই জুন, বরাবরের মতই বৃহস্পতিবার। প্রথা মানার নিয়ম ঐ সেটুকুই। এর বাইরে সবই সাদামাটা। নেই এনবিআরে
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, এবার কোন উৎসব নেই, আয়োজন নেই, সবকিছুই অনিশ্চিত। কি পরিকল্পনা করব, বুঝতে পারছিনা। এবারের বাজেট হবে রিকভারি বাজেট। তবে অর্থের যোগান কঠিন হবে। আমদানি না থাকায় শুল্ক কমবে। ভ্যাট আসবেনা, কারণ মানুষের কেনাকাটা নাই।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: