Tuesday, 16 June 2020

ছুটিতে থাকা প্রবাসীদের কুয়েতে ফিরতে পিসিআর সনদ লাগবে


ছুটিতে থাকা প্রবাসীদের কুয়েতে ফিরতে পিসিআর সনদ লাগবে, আগস্ট থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা

ছুটিতে থাকা বাংলাদেশিসহ প্রবাসীদের কুয়েতে প্রবেশ করতে করোনা পরীক্ষার (পিসিআর) সনদ দেখাতে হবে। একই সঙ্গে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচও তাকে বহন করতে হবে। ১০ জুন দেশটির সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এমন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দেশটির স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগের জন্য সর্বোচ্চ স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনা হয় বলে দৈনিক আল সিয়াসা এবং আরব টাইমসে প্রতিবেদন প্রকাশিত হয়।

পত্রিকা দুটির প্রতিবেদনে বলা হয়, ছুটি শেষে প্রত্যাবর্তনকারীদের কুয়েতে ফিরে পিসিআর পরীক্ষার সনদ দেখানো ও কোয়ারেন্টাইন খরচ বহন বাধ্যতামূলক করার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশটির বিমান সংস্থাগুলো ভ্রমণকারীদের করোনা ভাইরাসমুক্ত সার্টিফিকেট উপস্থাপন নিশ্চিত করবে বলে জানা গেছে। ছুটিতে গিয়ে আটকে পড়া প্রবাসীদের আগস্ট থেকে কুয়েতে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানা গেছে।


নিউজগুলো শেয়ার করুন হয়ত অনেকের চিন্তা দূর হবে।শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: