অন্যদিকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে এমিরেটস এয়ারলাইনসও। তবে তারাও কেবল ট্রানজিট যাত্রী পরিবহন করতে আগ্রহী। তবে নভেলকরোনাভাইরাসের ঝুঁকিতে থাকায় এ মুহূর্তে বাংলাদেশী কোনো এয়ারলাইনসকে প্রবেশাধিকার দিতে আগ্রহী নয় সংযুক্ত আরব আমিরাত। ফলে সেদেশের কোনো এয়ারলাইনসকেও আপাতত ঢাকা থেকে ট্রানজিট যাত্রী পরিবহনেরঅনুমতি দিতে আগ্রহী নয় বেবিচক। ফলে সহসাই চালু হচ্ছে না এমিরেটস এয়ারলাইনসের ঢাকা-দুবাই ফ্লাইট।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 Please Share a Your Opinion.: