সোমবার ( ৮ জুন) বিকেলে মাস্ক না পড়ার কারণে এক জনপ্রতিনিধি, একজন ইমাম, নিজ কার্যালয়ের ৫ জন সরকারি কর্মচারী, ২ জন ব্যাংক গ্রাহক ও ৪জন পথচারীকে জরিমানা করা হয়েছে।
🗣সরকারি আদেশ অমান্য, স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক যথাযথভাবে ব্যবহার না করায় মোট ১৪টি মামলায় দণ্ড-বিধির ১৮৮ এবং ২৬৯ ধারায় সর্বমোট ১২,৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার বলেন, সকলের মনে রাখা উচিত আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। অশিক্ষিত, গরীব মানুষের জন্য যে আইন
শিক্ষিত, বড়লোকের জন্যও সেই একই আইন। যারা এখনো মনে করছেন উঁচু শ্রেণির মানুষ হওয়ায় এই সামান্য মাস্ক না পড়ার জন্য আপনার কেউ কিছু করতে পারবে না, তারা দয়া করে বাসায় থাকুন।
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: