Monday, 8 June 2020

করোনা মোকাবেলায় প্রশংসার শীর্ষে সিঙ্গাপুর✍🗣এক আজব দেশের গল্প বলি!

👉যে দেশে আমি চোর খোজে পাচ্ছি না।পাচ্ছিনা দায়িত্বহীন একজন মানুষ।
উন্নত দেশের গল্পতো অনেক শুনেছেন, এবার মানবতার দেশের গল্প শুনেন!

"যে দেশের নাম সিংগাপুর "
বিষয় গুলো আমরা প্রতিটা প্রবাসী আন্তর দিয়ে অনুভব করেছি,বিষেশ করে যখন অন্যদেশের বন্ধুদের গল্প শুনি।।

কি আছে তাদের মানবতায়?
আমি একজন সাধারণ শ্রমিক এই মহামারিতে আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান, চিকিৎসা এবং বেতনের একটা আংশিক ও দেয়ার দায়িত্ব নিল সিংগাপুর।

👉কিছু মজাদার আন্তরিকতা দেখুন!
আমাদের নিত্যপ্রয়োজনীয় কসমেটিক (সাবান,সেম্পু,টুথব্রাশ,পেস্ট,ওয়াশিংপাউডার,এবং হেন্ড সেনিটারাইজ। এমন কি! পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য Gillette) সরবরাহের দায়িত্ব।
👉গায়ে দেওয়া তৌয়ালে,মুখ মুছার রুমাল এবং ঠান্ডা থেকে সুরক্ষার জন্য বালিশ ও কম্বলের দায়িত্বটাও নিলেন।
(ছোট খাট কিছু জিনিস বাদ দিলাম)
বিনোদনের জন্য!!!
🗣👉ঐই পর্যন্ত 100GB ইন্টারনেট ব্যাবস্থা ফ্রি!
যে দেশে 1GB ইন্টারনেটর মূল্য ১০ ডলার(৬১০ টাকা)
দায়িত্ব কাকে বলে দেখুন!
গত দুই মাসে সরকারি খাবার খাচ্ছি।কিন্তু দূর্ভাগ্যবশত একবেলা খাবার ৫ মিনিট দেড়িতে আসছেন না।
কি আশ্চর্যের বিষয়!
#🗣🙏এ দেশের নেতারা চুরি শিখলোনা!শিখলনা কি করে জনগনকে ঠকাতে হয়!

🗣এবার আপনারাই বলুন।এ দেশের প্রশংসা না করলে অকৃতজ্ঞ হয়ে যাবো না?
হয়তো অনেকে বলবে উন্নত দেশ বলেই এমন।। কিন্তু আমার মনে হয়!
👉🗣 এদেশের মানুষগুলো দায়িত্ববান বলেই দেশটা উন্নত।
হয়তো একদিন ✍আমার বাংলাদেশের মানুষগুলো এমন দায়িত্ববান হবে!

💖স্যালুট জানাই স্যার আপনাকে এবং আপনার মন্ত্রী এবং সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দুকে🙏❤️🙏।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: