সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ১৫০ জন মিশরীয় নাগরিককে কুয়েতে এনে আকামা ও বেতন পরিশোধে ব্যর্থতার অভিযোগে ৩ বছরের সাজা দেয়িছে কুয়েত আদালত।
কুয়েতের আল-ওপরা এলাকায় ডায়েরি ফার্ম কাজ করার জন্য মিশর থেকে ১৫০ জন শ্রমিক আনেন কুয়েতি ব্যবসায়ী, কিন্তু আকামা ও বেতন যথাসময়ে দিতে না পারায় তার বিরুদ্ধে মামলা করে ভিকটিমরা। দেশটির বিচারিক আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচার আইনে সাজা দিয়েছে।
সাম্প্রতিক কুয়েত সরকার কুয়েতে বিভিন্ন ভিসা ব্যবসায়ী ও কোম্পানীর মালিকদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে, তাই কুয়েতে সকল ধরনের ভিসার দালালেরা কুয়েত থেকে পালিয়ে যাওয়ার চেস্টা করলেও করোনার জন্য কোথাও যেতে পারছে না। এই সুযোগ কুয়েত সরকার এই মহামারির মধ্যেও কাজে লাগিয়েছে, কুয়েত সরকার কে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: