👉এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান সাংবাদিকদের জানান, আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে সেই সময়টা আমরা পরে জানিয়ে দেব।
🗣বাংলাদেশে দীর্ঘ ছুটি থাকলেও আন্তর্জাতিক রীতিনীতি মেনে আইকাও গাইডলাইন অনুযায়ী সীমিতাকারে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ঢাকায় আইকাওর সঙ্গে যুক্ত ব্রিফিং হয়েছে।
✍ এতে করোনা পরিস্থিতির মাঝে পুনরায় বিমান চলাচলের বিষয়ে আলোচনা হয়। সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনলাইন সভায় করোনা পরিস্থিতিতে নেয়া পদক্ষেপ মোকাবেলা পদ্ধতি পরিস্থিতির উত্তরণ নিয়ে আলোচনা হয়।
তবে, ফ্লাইট চালানোর ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর শর্তজুড়ে দেওয়া হচ্ছে। শর্ত ভঙ্গ করলে ফ্লাইট বাতিল করা হবে। ফ্লাইট চালানোর সময় যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
🗣🙏এছাড়া, সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের আসন বণ্টন করবে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ভাড়াও বাড়বে। লন্ডন ও কাতার রুটে প্রথম ফ্লাইট চলবে। এরপর সব রুট খুলে দেয়া হবে।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: