সৌদিতে আটকে পড়াদের বাংলাদেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা দেশে যেতে পারছেন না। এ পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি যাঁরা শারীরিকভাবে গুরুতর অসুস্থ কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান অথবা যাঁরা কোম্পানি থেকে ফাইনাল এক্সিট নিয়ে চূড়ান্তভাবে দেশে ফিরে যেতে চাচ্ছেন, তাঁদের দেশে ফেরার উদ্যোগ গ্রহণ করেছে দূতাবাস।
২০ জুন (সম্ভাব্য তারিখ) সৌদি আরবের রিয়াদ থেকে ও আগামী ১ জুলাই (সম্ভাব্য তারিখ) সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
শেয়ার করুন