ধর্ষণের শিকার শিশুটির ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. শাহীন।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে অভিযুক্ত দুর্জয় শিশুটিকে আম খাওয়ানোর লোভ
দেখিয়ে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন এবং ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ
করেন। পরে রাতে শিশুটি ব্যথা অনুভব করলে তার মাকে ঘটনাটি খুলে বলেন। সকালে
তিনি দুর্জয়ের মাকে ঘটনাটি জানালে উল্টো গালমন্দ করে এলাকা ছাড়ার হুমকি
দেন।
পরে সোমবার রাতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন মা। তিনি
ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্জয়কে আসামি করে একটি মামলা
করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ দুর্জয়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
0 Please Share a Your Opinion.: