যে কোন #দূর্নীতিবাজ ব্যক্তি তার নাম ও পজিশন যাই হোক না কেন শাস্তি থেকে রেহায় পাবে না বললেনঃ- কুয়েতে প্রধানমন্ত্রী
কুয়েতের মাননীয় প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ, আজ বুধবার স্থানীয় নিউজপেপারগুলোর সম্পাদকদের সাথে এক বৈঠকে মিলিত হোন। তিনি বলেন,
👉কুয়েতে যেকোন ব্যক্তি, তার অবস্থান, নাম, পজিশন যাই হোক না কেনো,সে যদি দূর্নীতিবাজ হয় তবে তাকে শাস্তি পেতেই হবে।
👉কোরোনা ভাইরাসে আক্রান্ত কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থা এখন স্থিতিশীল ও আশাব্যঞ্জক, তবুও আমাদের স্বাস্থ্য নীতিমালা কঠোর ভাবে মেনে চলতে হবে কারণ এখানো পর্যন্ত কোরোনা ভাইরাসের কোন ঔষধ আবিষ্কৃত হয় নি।
👉শুধুমাত্র ⛽ #তেলের অর্থ দিয়ে দেশ চালানো কঠিন হয়ে পড়েছে, তাই আমাদের অবশ্যই অন্যান্য আয়ের উৎসের দিকে নজর দিতে হবে।
👉কুয়েতে মোট জনসংখ্যা ৪০ লাখ। যার মধ্যে ৩০% কুয়েতে ও ৭০% প্রবাসী রয়েছেন। যা একটা বিরাট বড় ভারসাম্যহীনতা।
আমাদের উচিত ছিল ৭০% কুয়েতি ও ৩০% প্রবাসী রাখা। কিন্তু এটার ভবিষ্যৎ বাস্তবায়ন আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ দাড় করিয়েছে।
👉স্কুলগুলো আগস্ট মাস পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে তা কবে খুলে দেওয়া হবে এখনো নিশ্চিত নয় কারণ প্রথমে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হবে।
👉মহামান্য আমিরকে ধন্যবাদ সকল দলগুলোকে একত্রিত করে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য। যদিও আমরা গালফ সমস্যার ৪র্থ বছর পার করছি। তবে আলোচনা চলছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ সকল।দেশ একত্রে কাজ করবে বলে আমি মনে করি। আমি সকল কুয়েতি ও প্রবাসীদের ধন্যবাদ জানাচ্ছি, পরিস্থিতিকে উপলব্ধি করে সরকারের আইন মেনে চলার জন্য।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 Please Share a Your Opinion.: