আজ সোমবার (১৫ জুন) ভোরে নীতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের বাসিন্দা ভুলু রায়ের ছেলে।
কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে নীতপুর সীমান্তে ভারতীয় গরু আনতে যান একদল বাংলাদেশি রাখাল। এসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস।
ভারতের অভ্যন্তরে এ ঘটনা হওয়ায় সুভাসের মরদেহ বিএসএফর হেফাজতে রয়েছে। এ ঘটনায় আরো কেউ আহত আছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
সুভাসের মরদেহ ফেরত আনতে বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের আহবান করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: