২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সখীপুর উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সাব্বির হাসান জয়।
সে
পাহাড়কাঞ্চনপুর বিমানবাহিনী ঘাঁটিতে অবস্থিত বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সাব্বির ১৩০০ নম্বরের মধ্যে ১২০০ নম্বর পেয়ে চমক সৃষ্টি করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সে বিজ্ঞান বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষা দিয়েছিল। সাব্বির হাসান জয় সখীপুর সংবাদপত্র এজেন্ট ও কচুয়া গ্রামের শাহীনুজ্জামানের ছেলে। বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৩ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। পাশের হার ৯৮.৪০।
জয় বড় হয়ে প্রকৌশলী হতে চায় এবং তার মুক্তিযোদ্ধা দাদার স্বাধীন করা দেশের মানুষের সেবা করতে চায়। বাবা শাহীনুজ্জামান ও মা লিনা আক্তার সকলের দোয়া চেয়েছেন।
সুত্র:লাল মাটির কন্ঠ
0 Please Share a Your Opinion.: