Monday, 8 June 2020

৬ বছরের ছেলের কোপে প্রাণ হারালেন মারাজশাহীর পবায় ছয় বছরের ছেলের হাঁসুয়ার কোপে ফাতেমা-তুজ-জোহরা (২২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি খেলার সময় শিশুটি মায়ের বুকে কোপ দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বেড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।।

নিহতের স্বামী রবিউল ইসলাম জানান, তার ছয় বছর বয়সী ছেলে ফাহিম খেলার সময় মায়ের বুকে হাঁসুয়া দিয়ে কোপ দেয়। এতে তার মৃত্যু হয়েছে।

দামকুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ছোট শিশুটিও আছে। এলাকার লোকজন ও আত্মীয়-স্বজন সবাই আছেন। সবার সঙ্গে কথা বলছি।

ওসি আরও বলেন, আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের আসার অপেক্ষা রয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: