Monday, 8 June 2020

শনিবার দুটি চার্টার ফ্লাইটে মোট ৩৬০ জন আটকে পড়া যাত্রী ও প্রবাসী ভারতে তাদের নিজ দেশে ফিরলেন ।
শনিবার সকাল আটটায় কেএমসিসি ওমান থেকে সালাম এয়ারের প্রথম চার্টার ফ্লাইট ১৮০ জন যাত্রী নিয়ে ক্যালিকটে যাত্রা করেছে ।

 ফ্লাইটটিতে  ৬১ জন রোগী, ১৭ জন শিশু, ২৪ জন গর্ভবতী মহিলা এবং ২৪ জন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এই রকম ব্যক্তি ছিলেন । এগুলি ভারতীয় দূতাবাসের নিবন্ধনের উপর ভিত্তি করে হ্যান্ডপিক করা হয়েছিল।

আরও পড়ুনঃ ওমানে এই সপ্তাহেই খুলতে যাচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি

ইন্ডিয়ান কালচারাল ফেডারেশন (আইসিএফ) এর দ্বিতীয় চার্টার ফ্লাইটটি ইন্ডিগো এয়ারলাইন্সে ১৮০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে । বিমানটিতে ১১ জন গর্ভবতী মহিলা, ৪২ জরুরী রোগী, ৫০ জন আটকে পড়া এবং ৪৮ জন যারা চাকরি হারিয়েছেন তাদের নিয়ে গেছে। আগামী দিনগুলিতে আইসিএফ আরও চার্টার ফ্লাইটে উড়বে বলে আশা 


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: