স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে সেখানকার একটি হোস্টেল থেকে আটক করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। আটকৃতদের আনুমানিক বয়স ২৫ থেকে ৪০ বছর বয়সী।
পুলিশ জানায়, গত বুধবার সকাল ৭টার দিকে পেনাংয়ের তাসেক গেলুগর এলাকার পানির পাম্পকিনের একটি ফার্ম থেকে মোহাম্মদ আবদুল লতিফ (৫৩) নামের এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের কপালে, বাম গালে মারাত্মক জখম এবং ডান হাঁটুতে ধারালো কোন ছুরি বা কোদাল দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
পরে ওই এলাকার একজন মালী জানান, খুন হওয়া বাংলাদেশী লতিফ গত বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশে পরিবারের জন্য টাকা পাঠানোর উদ্দেশ্যে ও অন্যান্য শ্রমিকদের বেতন আনতে মালিকের বাড়িতে গিয়েছিল। পরে মালিকের কাছ থেকে পাওয়া মালয়েশিয়ান ৪ হাজার রিঙ্গিত অর্থ নিয়ে বাসায় চলে যান। এরপরের দিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: