বৃহস্পতিবার প্রদেশের হাপাকান্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে।
খবরে বলা হয়, অন্যদিনের মতোই বৃহস্পতিবার খনি থেকে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা। এরই এক পর্যায়ে ওই ভূমিধসের ঘটনা ঘটে। কাদামাটির বিশাল স্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজে মিয়ানমার দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে ওই ভূমিধস হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে।
প্রশাসনের অবহেলার কারণে হাপাকান্ত এলাকায় প্রায়ই ভূমিধসসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 Please Share a Your Opinion.: