সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রায়হান কবীরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশালব্রাঞ্চের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি শুক্রবার ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ নিশ্চিত করেছেন।
কয়েক সপ্তাহ আগে, দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট আইনের ১৯৫৯ /৬৩ অনুসারে তদন্তে সহায়তা করার জন্য জেআইএম মোঃ রায়হান কবিরকে সন্ধানের জন্য জনসাধারণের সহায়তার জন্য আবেদন করেছিল পুলিশ।
উল্লেখ্য ৩ জুলাই আল জাজিরা মালয়েশিয়ার লকডাউনে লকড আপ শিরোনামের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিলো। সেখানে মো. রায়হান কবির মালয়েশিয়ার সরকারের সমালোচনা করে এবং দাবি করা হয়েছিল যে বিদেশীদের সাথে জড়িত কোভিড-১৯ মামলা পরিচালনার ক্ষেত্রে বৈষম্য ছিল।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: