ভালুকায় খাদ্য গুদাম থেকে চাল কম দিয়ে ইউপি চেয়ারম্যাকে হয়রানী
ময়মনসিংহের ভালুকা খাদ্য গুদাম থেকেই বিভিন্ন ত্রাণের চাউল মাপে কম যায় এমনি ঘটনার অভিযোগ মিলেছে। হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর লিখিত অভিযোগে।
যেখানে সরকারী বিনির্দেশ রয়েছে প্রতি বস্তায় ৩০.৩৫০ কেজি করে চাউল গুদামে সরবরাহ করতে হবে , সেখানে মিলাররা ৩০.৫৫০ কেজি করে দিয়ে থাকে , এসব চাউল দুবছর গুদামজাত থাকলেও .২০০ কেজি চাউল কমে যাবার কথা নয়, তবে বুঝতে হবে নিশ্চয়ই গুদামে রক্ষিত চাউলের সঠিক রক্ষনাবেক্ষন হয়নি
এর সঠিক তদন্ত দাবী এলাকা বাসীর। নাহলে এটাত মিলারদের উপরই বর্তায় মিলাররা চাউল কম দিয়েছে অথবা যিনি চাউলগুলো গ্রহন করলেন গুদামে তিনি মিলারের সাথে যোগসাজস করে কম ওজনকেই সঠিক ওজনে গ্রহন করেছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: