নিহতরা হলেন, আব্দুল গণি, তার স্ত্রী কাজিরুন, ১৫ বছর বয়সী ছেলে তাজেল ও ১০ বছর বয়সী মেয়ে সাদিয়া।
স্থানীয়রা জানায়, দুদিন ধরে বাড়ি থেকে বের হয়নি কেউ। শুক্রবার ভোরে গণি মিয়ার শ্বাশুরি এসে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহায়তার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
পুলিশ বলছে, স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়। আর শ্বাসরোধ করে হত্যা করা হয় তাদের দুই সন্তানকে। ঘটনা তদন্তে দুপুর ২টার দিকে ঢাকা থেকে সিআইডির ক্রাইম টিম এলাকায় পৌঁছেছে। তারা বর্তমানে ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করছে। এছাড়াও স্থানীয় পুলিশের সাথে কাজ করছে ডিবি ও পিবিআই।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: