মধুপুরে একই পরিবারের ৪ জন খুন<<
মধুপুরে(টাঙ্গাইল) একই পরিবারের ৪জনকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মধুপুর(সদর) মৌজার টেকিপাড়া ও মাষ্টার পাড়ার মধ্যবর্তী অাবাসিক এলাকায়। জানা যায় - মধুপুর পৌর সভার ৩নং ওয়ার্ডের কাইত কাই গ্রামের(মধুপুর জামালপুর রোডে গোলাবাড়ী ব্রীজ সংলগ্ন) গাজিবুর রহমান গাজীর ছেলে অাঃ গনি মধুপুর শহরের নিকটস্থ উল্লেখিত অাবাসিক এলাকায় তার শ্বশুর বাড়ীর সন্নিকটে জমি ক্রয় করে নূতন বাসা করে বসবাস করে অাসছিল। অানুমানিক গত ৩/৪ দিন পূর্বে দূর্বৃত্তরা অাঃ গনি তার স্ত্রী তাজিরন, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করেছে। গত ক'দিনে ঐ পরিবারের সাথে অাত্বীয়স্বজন বা অন্য কারো সাথে কোন যোগাযোগ হয়নি। অাজ ১৭ জুলাই/২০ সকালে ঐ বাসা হতে দূর্গন্ধ বের হতে থাকে, তখন লোকজনের সন্দেহ হলে মধুপুর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসার ভিতরে পরিবারের সক লের গলাকাটা লাশ দেখতে পায়। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার রহস্য উদঘটন ও অপরাধীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানা যায়।নিহত অাঃ গনি রিক্সা ক্রয় বিক্রয়ের ব্যবসা করত।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: