দুবাই-আবুধাবিতে ৯ জুলাই থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান
✒ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৯ জুলাই থেকে এই দুই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান সংস্থাটি।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে বলেন, আমরা ৯ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি। ৯ জুলাই থেকে এই দুই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।
খবর বিভাগঃ
প্রবাসের খবর
0 Please Share a Your Opinion.: