। আজ শনিবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আবাদিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রীর নাম সুমাইয়া আক্তার। সে আবাদিবাজার এলাকার আলমগীর হোসেনের মেয়ে। সুমাইয়া দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীন আল মামুন জানান, সুমাইয়া দুপুরের দিকে বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে লালমাটির কণ্ঠকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: