"টাংগাইলের করটিয়ায় জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ তিনজন আটক।"
টাংগাইলে করটিয়ায় 2 লক্ষ ৭৭ হাজার- ৫০০ টাকার নোট জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলো- টাংগাইলের বাসাইলের কাশিল বটতলা গ্রামের রবি মিয়ার ছেলে আকাশ মাহ্মুদ হারেজ(৩০), কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত আজমত খানের ছেলে আয়নাল খান(৩৫) ও নাকাছিম গ্রামের বানিজ মিয়ার ছেলে রায়হান মিয়া(২০) ।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনে জানান- গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (উত্তর) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাতে সদর উপজেলার করটিয়া পূর্বপাড়ায় অভিযান চালায়। সেখানে জৈনক সোনা মিয়ার বাসার দ্বিতীয় তলা থেকে ভাড়াটিয়া তিনজনকে আটক করা হয়। সেখানে তাদের কাছ থেকে 2 লক্ষ ৭৭ হাজার- ৫০০ টাকার নোট জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, প্রিন্টার, ইস্ত্রি, পেপার কাটারসহ টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বুধবার রাতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নুরুজ্জামান বাদি হয়ে টাংগাইল সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
গোয়েন্দা পুলিশের ওসি (উত্তর) সাজ্জাদ হোসেন বলেন, 'কোরবানির পশুর হাটে চালানোর জন্য তারা জাল টাকার নোট তৈরি করেছিল বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়'।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: