Friday, 7 August 2020

করোনায় আক্রান্ত সানাই এর অবস্থার অবনতি, আইসিইউতে রাখা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত মডেল-অভিনেত্রী সানাই মাহবুবের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সানাইয়ের অবস্থার অবনতি হলে আজ তাকে আইসিউতে নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) সানাই বলে দুই সপ্তাহ আগে আমার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলাম। অবশেষে আজ ফলাফল এসেছে আমি কোভিড-১৯ পজিটিভ।

সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে সানাই বলেন,আমি দোয়া চাই ভয়ংকর এই ভাইরাসের হাত থেকে যেন মুক্ত হতে পারি। আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।

সানাই জানান, তার শরীরে করোনাভাইরাস শনাক্তের পর পরিবারের অন্য সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: