মিথ্যা বানোয়াট কাহিনী প্রচার করে লক্ষ লক্ষ প্রবাসীর জীবন কাহিনীকে কলংকিত করবেন না। ডিলিট করুন ইমোশনাল ব্ল্যাকমেইল!!
৬০টি ডিম আর ৬ কেজিঃডালের দাম কি মাত্র ২০ রিয়াল?
ছেলেটি সৌদি আরব থাকে।
মাসে ৩০/৪০ হাজার টাকা দেশে মায়ের কাছে পাঠায়। সবই সত্য-
সে কি কাজ করে তা বলে নাই।
মাশাল্লাহ চেহারা আর পোশাক দেখে মনে হচ্ছে কোনো দোকানে কাজ করে।
তার কিছু কথার জন্য ভিডিওটি ভাইরাল হয়েছে।আসুন সেই কথা গুলো নিয়ে একটু আলোচনা করি।
আমি দেড় বছর থেকে মাছ মাংস মুরগী খাই নাই।শুধু ডিম আর ডাল খেয়ে বাকি টাকা দেশে দিয়ে দেই - আমার মাসে মাত্র ২০ রিয়াল খরচ হয় আর কোনো খরছ নাই। যখন জানতে চাওয়া হলো মোবাইলে কাড ভরতে হয়না? তখন সে বললো বাসায় ইন্টারনেট আছে মাসে ২৫ রিয়াল দেই।তাহলে এখানে তার কথা বদলে গেলো!
মানে মাসে খরচ ২০ রিয়াল নয় ৪৫ রিয়াল।
যে দেশে রমজান মাসে মসজিদে মসজিদে ইফতারে আগে মুরগী বিরানি দেওয়া হয় সারা রমজান মাস।
যেদেশে দুধের চেয়ে পানির দাম বেশী।
যে দেশে আলুর দাম আর আপেলের দাম সমান।
যে দেশে ডাল আর ডিমের চেয়ে মুরগির দাম কম!
সেই দেশে ছেলেটি কেন ডিম আর ডাল খেয়ে থাকবে?
সে কি বাসায় একা থাকে?
আর কোনো মানুষ কি তার সাথে থাকেনা? মাত্র ২০ রিয়াল খরচ করে সে এতদিন থেকে কেমনে আছে? বাসা ভাড়া কে দেয়,লোকালভাবে নেট ছাড়া কথা বলে কিভাবে? তেল সাবান বা টাইড কে দেয়? তার যাতায়াতের টাকা কে দেয়?
প্রশ্নে গুলো শুধু মাত্র তাদের কাছে রাখলাম যারা প্রবাসে আছেন,যাদের কাজ থাক আর না থাক- ডিম, ডাল,আলু যাহাই খাক - এগ্রিমেন্ট ছাড়া ফ্রী অথবা যে ভিসাই থাক ১০০০ হাজার রিয়ালের নীচে কেউ মধ্যপ্রাচ্যে থাকতে পারবেনা। শুধু মাত্র নিজের খরচ হবে ১০০০ হাজার রিয়াল,তাহলে ছেলেটা আলু খাইয়া মাত্র ২০ রিয়াল দিয়া কেমনে কি? আলু আর ডিম রান্না করতে ১৫ রিয়ালের গ্যাস লাগবে মাসে! তেল মরিচ পেয়াজ বাদ দিলাম। প্রতিদিন ১টি আলু আর ১টি ডিম খাইলে সকালের নাস্তা ছাড়া মোট ৩০টি ডিম আর কম পক্ষে ৪কেজি ডাল। রাতের খাবার সহ মাসে ৬০টি ডিম আর ৪ কেজি ডালের দাম কত?
এবার যুক্তি খন্ডাতে পারলে চ্যালেঞ্জ করুন।এখনো চাউলের হিসাব করি নাই।
----আহমেদ রিয়াজ,
0 Please Share a Your Opinion.: