রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
মৃত স্বামী আসমত আলীর বয়স ৪৮ ও স্ত্রী ফারজানা বেগমের ৩২ বছর। আসমত আলী মাছ ব্যবসায়ী ও তার স্ত্রী ফারজানা উন্নয়ন সংস্থা আশায় পরিচারিকার কাজ করতেন। পুলিশ জানায়, দীঘর্দিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিলো এবং দুজনেই আলাদা থাকতেন।
গতকাল বৃহস্পতিবার আসমত তার বড় ছেলেকে সঙ্গে নিয়ে আশার কার্যালয়ে ফারজানার সাথে দেখা করতে যান। পুলিশের ধারনা, দাম্পত্য কলহের জেরে আসমত স্ত্রীকে হত্যার পরে নিজেও আত্মহত্যা করেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: