কাতার শ্রম কর্তৃপক্ষ এই গরমের মৌসুমে দুপুরবেলা শ্রমিকদের জন্য বিশ্রাম দেওয়া বাধ্যতামূলক করেছে। ফলে সূর্যের আলোয় বাইরে বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত কাজ করা নিষিদ্ধ।
পাশাপাশি সকালে একটানা ৫ ঘন্টার বেশি কাজ করানো নিষিদ্ধ করা হয়েছে কাতারের সর্বত্র।
কিন্তু এখনো অনেক কনস্ট্রাকশন কোম্পানি এসব নিয়ম না মেনে শ্রমিকদেরকে দিয়ে দুপুরেও কাজ করাচ্ছে।
গত সপ্তাহে কাতার শ্রম মন্ত্রণালয় বেশকিছু নির্মাণ প্রকল্পে (সাইটে) অভিযান চালায়।
এ সময় শ্রমিকদের জন্য নির্ধারিত বিরতির নিয়ম না মানায় ৮৪ টি কোম্পানির নির্মাণ কাজ তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।
কাতারে যেসব কোম্পানি নির্মাণ প্রকল্পে কাজ করে, সেসব কোম্পানিকে বলা হয়েছে, কোম্পানির শ্রমিকরা যেন কাজের সময় সম্পর্কে সচেতন থাকে, সেজন্য কাজের সময়সূচী ও রুটিন সব সাইটে টানিয়ে রাখতে হবে।
পাশাপাশি শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা রাখতে হবে। সেখানে ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে।
এর সাথে শ্রমিকদেরকে বিশ্রামের সময় হালকা কাপড়ের পোষাক দিতে হবে।
0 Please Share a Your Opinion.: