হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদকের টাকা না দেওয়ায় গর্ভধারিণী মাকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছে ছাদী মিয়া (১৯) নামে এক যুবক। পুলিশ তাকে হাতেনাতে আটক করলে প্রাণে রক্ষা পান মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাদীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। বুধবার সন্ধ্যায় এ আদেশ দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের গরিব হোসেন মহল্লার মো. চনু মিয়ার ছেলে ছাদী মাদকের টাকার জন্য প্রায় জ্বালাতন করত তার মা মুর্শেদা খাতুনকে। টাকা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে সে। একই কারণে বুধবার সকালে দা হাতে নিয়ে মায়ের ওপর হামলার চেষ্টা করে ছাদী। পরে স্থানীয়রা এসে মুর্শেদাকে রক্ষা করেন। পরে বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: