
মালয়েশিয়ায় বিদেশী শ্রমিক নিয়োগের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে, দেশটির সরকার।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর আগে শ্রমখাতে স্থানীয়দের অংশগ্রহণ বাড়াতে, প্রবাসীদের কাজে নিয়োগের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিলো।
এর আগে গত মাসে অবকাঠামো নির্মাণ ও কৃষি উৎপাদনের ক্ষেত্রে, বিদেশী শ্রমিক নিয়োগ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিলো, মালয়েশিয়া। করোনা ভাইরাসের কারণে গত জুলাই মাসে ৬৭ হাজার স্থানীয় নাগরিক বেকার হয়ে পড়ায়, এমন সিদ্ধান্ত নিয়েছিলো মালয়েশিয়া সরকার।
তবে, সম্প্রতি দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান জানান, বেশকিছু নিয়োগদাতা প্রতিষ্ঠান, বিদেশী শ্রমিক নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানিয়ে, আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে, অনুরোধ করেছে। সরকার তাদেরকে নিয়োগের অনুমতি দিলেও, স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে অনুরোধ করেছেন।
0 Please Share a Your Opinion.: