করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিমানের ফ্লাইট বন্ধ থাকায় ৫ মাস পর ৩১ আগস্ট থেকে US-বাংলা বিমান ঢাকা থেকে দোহা রুটে পুনরায় নিয়মিত চলাচল শুরু করতে যাচ্ছে
বৃহস্পতিবার এই বেসরকারি এয়ারলাইন্সটি জানায়, বাংলাদেশ ও কাতার সরকারের সব ধরনের স্বাস্থবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে US-বাংলা বিমান প্রাথমিকভাবে সপ্তাহে ২ দিন ঢাকা থেকে দোহায় ফ্লাইট পরিচালনা করবে বলে জানায়।
সোম ও শুক্রবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। দোহা থেকে একই দিন স্থানীয় সময় রাত ১১ঃ ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে
কোভিড ১৯ মহামারীর কারণে গত মার্চ থকে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হয়ে পড়ার পর এখন বিভিন্ন দেশ বিমান চালু করতে যাচ্ছে।
বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন, দুবাই, আবুধাবি, চীন ও মালয়েশিয়ায় সরাসরি বিমান চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছিলো।
খবর বিভাগঃ
সারাদেশ
0 Please Share a Your Opinion.: