Monday, 14 September 2020

শ্রীলঙ্কার শর্ত মেনে টেস্ট সিরিজ সম্ভব নয়: বিসিবি সভাপতি


কোয়ারেন্টিন ইস্যুতে অনড় অবস্থানের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজ। লঙ্কান ক্রিকেট বোর্ডের শর্ত মেনে টেস্ট সিরিজ খেলা সম্ভব নয়, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

গতরাতে ই-মেইলে বিসিবির কাছে পরিকল্পনা পাঠিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। যেখানে বিসিবিও চাওয়া মানা হয়নি। কোয়ারেন্টিন, ম্যাচ ও প্র্যাকটিসের সুযোগ সুবিধাসহ নানা ইস্যুতে দুই বোর্ডের মতামতের ভিন্নতায় সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। তারই প্রেক্ষিতে জরুরি সভায় বসে বিসিবি।

পরিচলাকদের সঙ্গে আলোচনা শেষে বিসিবি সভাপতি বলেন, শ্রীলঙ্কার শর্ত মেনে টেস্ট সিরিজ খেলা সম্ভব নয়। আর সে কথা শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: